• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অসতর্ক হলেই দুর্ঘটনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ রোধের অন্যতম সুরক্ষা উপাদান হ্যান্ড স্যানিটাইজার। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন দেশের বেশিরভাগ মানুষ। তবে অসতর্কভাবে স্যানিটাইজার ব্যবহার করলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, করোনা সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছেন দেশের বেশিরভাগ মানুষ। এমনকি স্যানিটাইজার গাড়ি, ব্যাগ ও পকেটেও রাখেন অনেকে। জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। এগুলো দাহ পদার্থ। ফলে আগুনের সংস্পর্শে এলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরামর্শ অনুযায়ী সতর্কতার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শ পেলেই দুর্ঘটনা সংঘটিত করতে পারে। এমনকি বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে। তাই এগুলো সতর্কভাবে ব্যবহারের পরামর্শ রইল।