• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

২ মাস সূর্য উঠবে না!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

আলাস্কার উত্তরাঞ্চলের শহর উতকিয়াগভিকে গত রবিবার শেষ সূর্যোদয় ও সূর্যাস্ত হয়েছে। শেষ বলার কারণ হচ্ছে, শহরটিতে আগামী দুই মাস সূর্য দেখা যাবে না। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এ শহরটি ‘বারৌউ’ নামেও পরিচিত। সেখানে পোলার নাইট বা মেরু রাত শুরু হয়েছে। তাই আগমী ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে সূর্য উঠবে না। ফলে শহরটির ৪ হাজার বাসিন্দাকে এখন থেকে অন্ধকারেই কাটাতে হবে।

আবহাওয়াবিদ জুডসন জোনস জানান, পোলার নাইট বা মেরু রাতের মানে হলো, এটি প্রতি বছরই ঘটে। কেউ যদি সুমেরু বৃত্তের ঠিক ওপরের দিকে বসবাস করেন, তা হলে শীতকালে সূর্যবিহীন একটি দিন পাবে। তবে গ্রীষ্মকালে এ অবস্থা একেবারে উল্টো। কারণ সে সময় কয়েক দিনের জন্য সূর্য অস্ত যায় না।