• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

২০১৯ সাল শুরু করবেন যেভাবে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

পুরনো বছর তো শেষ, নতুন বছর শুরুর দাঁড় গোড়ায় আছি আমরা। পুরনো বছরে কিছু খারাপ নিশ্চয়ই হয়েছে আপনার সাথে। আর নতুন বছরে সেই খারাপগুলো যেন না হয় সেই বিষয়টি মাথায় রাখুন।

নতুন বছরে যেন সব কিছু নতুন ভাবেই শুরু হয় তাই সবাই চান। তাই যে সম্পর্কে টানাপোড়েন চলছে, নতুন বছরে তা থেকে বেরিয়ে আসাই ভাল। কারণ আগের বছরগুলোতে যে সম্পর্কের কারণে কষ্ট পেয়েছেন তা সামনে টেনে না নেয়াই ভাল।

অন্যের প্রয়োজনে নজর দেয়ার পাশাপাশি নতুন বছরে নজর দিন নিজের দিকেও। বিশেষ করে নারীরা এই কাজটি বেশি করে থাকেন অর্থাৎ নিজের প্রতি তাদের যত্ন অনেক কম নিয়ে থাকেন। পুরনো বছরের কিছু কথা মনে করে নিজের উপর আস্থা হারিয়ে ফেলবেন না। আগে থেকেই যদি ভেবে নেন পারব না, তা হলে খুবই সমস্যায় পড়ে যাবেন। নতুন বছরে চিন্তাতেও আনুন নতুনত্ব।

নিজের ভাল দিকগুলো বজায় রাখুন। অন্যকে খুশি করার জন্য নতুন বছরে নিজেকে বদলানোর চেষ্টা করবেন না। নতুন বছরে ভাল কিছুর সাথেই থাকুন।

পুরনো বছরে যা হয়েছে হয়েছে। নতুন বছরে কে আপনার সম্পর্কে কী ভাবল, তা নিয়ে ভাববেন না মোটেই।

নতুন বছর শুরু করুন নিজের যত্ন নিয়ে। এ বিষয়টি নিয়ে বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।

কোনো বিষয় নিয়ে বেশি না ভাবাই ভাল। সব কিছু নিজের হাতে থাকে না। সময় দিন, সমস্যার সমাধান হবে।

বছরের শেষ দিনে তরুণদের যে বিষয়টি ভাবায় তা হলো ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। কোনো পার্টিতে না যেতে পারলে, বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে না পারলেই যে আপনি জীবনে অনেক কিছু মিস করছেন, তা একেবারেই নয়।