• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

৩৯ প্রার্থীর ১৭ জনই পার হননি মাধ্যমিকের গণ্ডি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯ প্রার্থীর মধ্যে ১৭ জনই মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি। এই ১৭ জনের মধ্যে ১০ জন আবার স্কুলেই পা রাখেননি কখনো। এর মধ্যে ছয়জন স্বশিক্ষিত এবং চারজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মির্জাপুর পৌর নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মেয়র পদে দুজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ২৭ জন।


প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, এক মেয়র প্রার্থীসহ পাঁচজন স্নাতক পাস, একজন কাউন্সিলর প্রার্থী স্নাতকোত্তর, উচ্চমাধ্যমিক পাস ছয়জন, মাধ্যমিক পাস ১০ জন এবং মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেনি ১৭ জন। এই ১৭ জনের মধ্যে সাতজন রয়েছেন, যারা ৯ম, ৮ম ও ৫ম শ্রেণি পাস এবং ১০ জন স্কুলে কখনো পা রাখেননি।

স্বশিক্ষিত প্রার্থীরা হলেন- ২ নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হক, ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাজু মিয়া, ৬ নং ওয়ার্ডের সুলতান, ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, লতিফ মিয়া ও সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর আঙ্গুরী বেগম এবং স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীরা হলেন- ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কানাই কর্মকার, সংরক্ষিত ১ নং (১, ২, ৩) ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী বেগম, সংরক্ষিত ২ নম্বর (৪, ৫, ৬) ওয়ার্ডে রোজী রহমান, সংরক্ষিত ৩ নম্বর (৭, ৮, ৯) ওয়ার্ডের অর্চনা সরকার।