আইসিইউতে রোগীকে গণধর্ষণ
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রবিবার ভারতের উত্তরপ্রদেশে মীরাটের হাসপাতালে ঘটেছে এমন ঘটনা।
এরইমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলা-সহ পাঁচজনকে আটক করেছে দেশটির পুলিশ।
পুলিশের শীর্ষ অফিসার হরিমোহন সিং জানান, শ্বাসকষ্ট নিয়ে মহিলাটি হাসপাতালে ভর্তি হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, রবিবার হাসপাতালের কর্মীরা তাকে গণধর্ষণ করেছে।
ওই নারীর স্বামীর অভিযোগ, তার স্ত্রীকে আইসিইউতে একটি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর সেখানেই তাকে গণধর্ষণ করে চারজন।
পুলিশের এক অফিসার জানিয়েছেন, ঘটনার সময় আইসিইউ’র সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল।
এরইমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।