• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মুজিববর্ষে রাজধানীর যে দুই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় দুই ঘণ্টা করে রাজধানীর দুটি স্থানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মিউজিক্যাল ফিল্ম ‘সোনার বাংলা’ এর উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর হাতিরঝিল এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন দুই ঘণ্টা করে এই আয়োজন করার ব্যাপারে চেষ্টা চলছে। এতে প্রতিদিন ৩০ মিনিট করে মোট দুই ঘণ্টায় ৪টি শো হবে। প্রতিটি শোতে আলাদা আলাদা দল অংশ নেবে। আয়োজনে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, লোকজ এবং গ্রামীণ সংস্কৃতি, চিত্রকলাসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন বিষয়ে উঠে আসবে।