• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

  • || ১২ জ্বিলকদ ১৪৪৪

বিড়ির দাম না বাড়াতে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

আসন্ন বাজেটে বিড়ির দাম না বাড়ানোর দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন বিড়ি শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিড়ি শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ও বিড়ি ভোক্তা অধিকার সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিড়ি ভোক্তা অধিকার সংগঠনের নেতা ওয়াসিম, দেলোয়ার হোসেনসহ বিড়ি শ্রমিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিড়ি কুটির শিল্প। লাখ লাখ শ্রমিক এই বিড়ি শিল্পের সাথে জড়িত। বিড়ির দাম বাড়ানো হলে এই শিল্প বন্ধ হয়ে যাবে। এই শিল্পে জড়িত শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে।