• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

চিলাই নদী দূষণে ২ ডাইং কারখানা‌কে জ‌রিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের চতর ও হা‌তিয়াব এলাকায় অভিযান চা‌লি‌য়ে চিলাই  নদী দূষ‌ণের দা‌য়ে দু’‌টি ডাইং কারখানা‌কে চার লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্প‌তিবার (৪ জুলাই) দুপুর থে‌কে বি‌কেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদাল‌ত প‌রিচালনা ক‌রেন গাজীপু‌রের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট থান্দার কামরুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূ‌ত্রে জানা যায়, চতর এলাকায় প্রিয়াকাশ ডিজাইন লি‌মি‌টেড ও হা‌তিয়াব এলাকায় অব‌স্থিত বিএফএস থ্রেড ডাইং লি‌মি‌টেড কারখানা দু’টি তরল বর্জ্য নির্গত ক‌রে দীর্ঘদিন ধ‌রে চিলাই নদী দূষণ ক‌রে আস‌ছিল। প‌রে গাজীপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্তর ‌যৌথভা‌বে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় চতর এলাকায় প্রিয়াকাশ ডিজাইন লি‌মি‌টেড ও হা‌তিয়াব এলাকায় অব‌স্থিত বিএফএস থ্রেড ডাইং লি‌মি‌টেড কারখানা দু’‌টিকে দুই লাখ টাকা ক‌রে মোট চার লাখ টাকা জ‌রিমানা করা হয়। প‌রে প্রিয়াকাশ ডিজাইন লি‌মি‌টেড কারখানাকে এক মা‌সের ম‌ধ্যে ই‌টি‌পি তৈরি ক‌রে কারখানা প‌রিচালনা করার নি‌র্দেশ দেন আদালত।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আ.  সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও আনসার সদস্য। 

উপ-প‌রিচালক মো. আ. সালাম সরকার জানান, দূষণবি‌রোধী এ ধরনের অ‌ভিযান অব্যাহত থাক‌বে।