• ||

  • ||

প্রি-পেইড মিটার চাই না

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

আশুলিয়ায় ডিজিটাল প্রি-পেইড মিটারে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।  

শুক্রবার সকালে আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট চৌরাস্তা এলাকায় মানববন্ধন করেন ইয়ারপুর ইউনিয়ন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। গোরাট এলাকার আনোয়ার হোসেনের নেতৃত্বে এ মানববন্ধনে কয়েকশত গ্রাহক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আব্দুল জলিল সরকার, আবু হানিফ ও ডাঃ জাহিদ হোসেন। এ সময় তারা বলেন, পল্লী বিদ্যুতের পূর্বের এনালগ মিটার গ্রাহকদের জন্য যথেষ্ট সুবিধাজনক। অন্যদিকে ডিজিটাল প্রি-পেইড মিটার গ্রাহকদের চরম ভোগান্তি তাদের দিয়েছে। অবিলম্ভে এ প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রি-পেইড মিটারে বিল ৪/৫ গুণ বেশি দিতে হয়। এ মিটার গুলো ত্রুটিপূর্ণ। অবিলম্বে এ মিটার লাগানো বন্ধ করে পূর্বের এনালগ মিটার  লাগানোর দাবি জানান। অন্যথায় তারা বড় ধরনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলেও জানানো হয় মানববন্ধনে।