• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯  

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে নূরবানু আক্তার সাথী নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী মোস্তফিজুর রহমান লিমন পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে আশুলিয়ার তাজপুর এলাকায় শামসুল হকের মালিকানাধীন ৩তলা বাড়ির নিচ  তলায় এই ঘটনা ঘটে।

নিহত সাথী রংপুরের পীরগঞ্জ উপজেলার পাবর্তীপুর গ্রামের বাসিন্ধা ও স্বামী মোস্তাফিজ একই উপজেলার তুলারামপুর গ্রামের বাসিন্ধা। সাথী আশুলিয়ার নেক্সট জেনারেশন কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন।

নিহতের ভগ্নিপতি জয়নাল আবেদিন জানান, ‘মোস্তাফিজ ঢাকার শ্যামলীতে রিকশা গ্যারেজে কাজ করে। মাঝে মাঝে এখানে আসে। গত দুইদিন ধরে এই বাসায় এসেছে। পরে শুক্রবার দুপুরে হঠাৎ করে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে যায়।  রুমে গিয়ে মেয়ে দিবা তার মাকে ডাকলেও কোন সাড়া শব্দ না পেয়ে আমাদের খবর দেয়। এ সময় সাথীর নিথর দেহ বিছানায় পড়ে আছে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।