• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে প্রকাশ্যে ধুমপান করায় জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

মানিকগঞ্জে প্রকাশ্যে ধুমপান করার দায়ে একজনকে ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে আরো তিন গাড়ি চালককে তিন হাজার টাকা জরিমানা করে আদালত।  

শনিবার দুপুরে এ জরিমানা করেন ডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দায়ে একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া সেখানে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ব্লু-বুক ও ইন্সুরেন্স না থাকায় তিনজনকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেকে তিন হাজার টাকা জরিমানা দেন।

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।