• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঢাকা-২০ আসনে ধানের শীষ নেই, জাপা সরে যাওয়ায় নৌকার পালে হাওয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

নৌকা, ধানের শীষ এবং লাঙ্গল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির তিন প্রধান দলেরই তিনজন প্রার্থী ছিলেন আইনের মারপ্যাচে আটকে গেছেন বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী নৌকাকে সমর্থন দিয়ে সরে গেছে এখন নৌকার বিপরীতে শক্তিশালী প্রার্থী নেই যৌথ সিদ্ধান্তে ঐক্যফ্রন্টের হয়ে লড়তে পারবে জেএসডির প্রার্থী এ হিসাবে ভোটের মাঠে নৌকার পালে হাওয়া লেগেছে বলে মনে করছেন ভোটাররা

জাতীয় পার্টির প্রার্থী খান মোহাম্মদ ইসরাফিল খোকন বুধবার স্থানীয় এক জনসভায় নৌকার প্রার্থী আওয়ামী লীগের বেনজীর আহমেদকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন ফলে ভোটের মাঠে জট কেটে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার শেষ সীমান্তে ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা-২০ আসনে আবারও সরকার দলীয় প্রার্থীর সম্ভাবনা দেখছেন ভোটাররা

 ধামরাইয়ের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় খোকন বলেন, আমার দলীয় নেতা-কর্মীদের নৌকায় ভোট দেওয়ার পাশাপাশি নৌকার বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি

বেনজীর আহমেদ বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি খুব ভালো এ  মুহূর্তে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী

 তিনি বলেন, আমার এলাকায়  গ্রামের মানুষ খুব শান্ত-শিষ্ট কোনো সমস্যা নাই ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে যাবেন