• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পুলিশ কর্মকর্তার বাড়ি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১০

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

ঢাকার ধামরাইয়ে এক পুলিশ কর্মকর্তার বাড়ি ভেঙে দখলের চেষ্টা করা হয়। এতে ধামরাই থানা পুলিশের উপস্থিতিতে হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের এস আইসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহত পুলিশ কর্মকর্তা সাত্তারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের মিনহাজ উদ্দিনের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল পাশের আমির হোসেন গংদের সাথে। এ নিয়ে আদালতে মামলা চলে। পরে মামলার রায় পেয়েই বাড়ি দখল নিতে শুক্রবার সকালে আমির হোসেন গং লোকজন নিয়ে বাড়ি ভাংচুর শুরু করে।

এ সময় মিনহাজ উদ্দিনের জমির ক্রেতা মানিকগঞ্জে কর্মরত পুলিশ কর্মকর্তা আব্দুর সাত্তার ধামরাই থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতেই পুলিশ ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এতে পুলিশের এস আই সাত্তার, আমির হোসেন, সামছুনাহার নাহার, খাদিজাতুন কুবরা, সাদ্দাম হোসেন, আফরোজাসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এ ঘটনায় ধামরাই থানা পুলিশ আইয়ুব নামে এক যুবকে আটক করলে পুলিশের হাত থেকে আমির হোসেনের লোকজন ৩০ মিনিট পুলিশের লোকজনদের অবরুদ্ধ রেখে তার কাছ থেকে আটককৃতকে ছিনিয়ে নেন। পরে ধামরাই থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিত শান্ত করে।

ধামরাই থানার এস আই আরাফাত জানান, কোন কিছু বুঝে উঠার আগেই সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।