• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পুনরায় প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১  

হাইকোর্টের রিটে প্রার্থিতা ফিরে পাওয়া মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহমেদ অবশেষে বিপুল ভোটের বিজয়ী হয়েছেন। বিজয়ী চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা জেলা আওয়ামী লীগের সদস্য ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। 

তিনি ভোট পেয়েছেন ৮ হাজার ৮৯৯ ভোট, তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট। রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত ফলে দেখা গেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রাজা ৬ হাজার ২১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীর মনোনয়নপত্র অগ্রহণযোগ্য হয়। এর পরিপ্রেক্ষিতে পরের দিন প্রার্থী আখতার উদ্দিন আহমেদ সুপ্রিমকোটের আপিল বিভাগে রিট পিটিশন আবেদন করেন।

ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোটের বেঞ্চ শুনানি শেষে আখতার উদ্দিন আহমেদকে নির্বাচনে অংশ নিতে প্রতীক বরাদ্দের আদেশ দেন।


এর পরিপ্রেক্ষিতে প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করে প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদনও করেন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গতকাল ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিসহ ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দীঘি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করেন বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা (নৌকা)। এ ছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতিয়ার রহমান (চশমা) ৪৭৬ ভোট এবং নুসরাত ইসলাম (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করে পান ৫০০ ভোট।

নির্বাচনে বড় ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর নৌকার বিদ্রোহী প্রার্থী আখতার উদ্দিন আহমেদ রাজা জানান, জনগণ তাকে ভালোবেসে চেয়ারম্যান বানিয়েছেন। তাদের সব নাগরিক অধিকার তিনি যথাযথ দেওয়ার শতভাগ চেষ্টা করবেন।