• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় ময়লা পানির গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল এলাকায় বাসা বাড়ির উম্মুক্ত ময়লা পানির একটি গর্ত থেকে মোস্তাফিজুর রহমান নামের ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।সোমবার আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকার ধামসোনা ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার হাওলাদারের ভাড়া বাড়ির পাশের ময়লা পানির গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু রাজশাহীর বাঘমারা থানার গোবিন্দপাড়া গ্রামের আবু বকরের ছেলে। তিনি তার বাবা-মায়ের সাথে আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকার আব্দুস সাত্তার হাওলাদারের বাড়িতে থাকতো।

নিহতের স্বজনরা জানায়,  মোস্তাফিজুরকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপরও তাকে কোথাও না পেয়ে বাড়ির পাশের ময়লা পানির গর্তের পাশে তার স্যান্ডেল দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় গর্তের পানি সেচতে থাকে। একপর্যায়ে তার নিথর দেহ গর্ত থেকে উদ্ধার করে স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে বাড়ির পাশের ওই ময়লার ট্যাংকি উন্মুক্ত অবস্থায় রেখেছিল বাড়ির মালিক আব্দুস সাত্তার হাওলাদার। ময়লার ট্যাংকির মুখ বন্ধ রাখতে বার বার বলা হলেও কোনো প্রকার তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরেই টাংকিটি খোলা রাখেন। যার ফলে আজ এই শিশুর মৃত্যু হলো।

আশুলিয়া থানার এসআই হারুন অর রশিদ বলেন, বাড়িওয়ালার অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।