• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

হরিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের ইন্তেকাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা (৬৮) মো. আতাউর রহমান ইন্তেকাল করেছেন। সোমবার, (৭ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা হয়েছে।মুক্তিযোদ্ধা আতাউর রহমান উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত-শেখ ওয়াজ উদ্দিনের মেঝো ছেলে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. আতাউর রহমান গত রবিবার বিকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন এই মুক্তিযোদ্ধা। জানাজা শেষে আন্ধারমানিক পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমানের দাফনের আগে হরিরামপুর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গার্ড অব অনার দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, হরিরামপুর থানা উপপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, হরিরামপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হাসান ইমাম, উপজেলা কৃষি অফিসার আ. গাফফারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।