• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সরকারের সুদৃঢ় অবস্থান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনেক শক্তিশালী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহিংসতা ও নাশকতা নির্মূল করা হয়েছে। মাদক নির্মূলে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসনকে সহযোগিতা করবেন, যাতে দেশ ও যুবসমাজকে মাদকের হাত থেকে আমরা রক্ষা করতে পারি।

গতকাল বুধবার সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে দেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ’