• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় এগিয়ে ছেলেরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৯৬ দশমিক ২৭ শতাংশ।

এদিকে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। কুমিল্লা বোর্ড থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ৬২৬ জন শিক্ষার্থী।
আজ সোমবার দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।  

তিনি জানান, এবার জিপিএ ৫ প্রাপ্ত ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে সাত হাজার ৮৭৭ জন আর মেয়ে ১২ হাজার ১২১। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। ছেলেদের পাশের ৯১ দশমিক ৫৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯১ দশমিক ০৬ শতাংশ। এবার ছয় জেলার ২১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে পাশের হার শূন্য এমন কোন প্রতিষ্ঠান নেই। গত বছর (২০২১ সালে) কুমিল্লা বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাশ করে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন।