• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

তরুণরাই দেশ গড়ার যোগ্য কারিগর: স্পিকার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

তরুণরাই দেশ গড়ার যোগ্য কারিগর বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। শনিবার নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত 'প্রতিষ্ঠার ৭৪ বছর ও পুনর্মিলন উৎসবে'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের শিক্ষায়, বিজ্ঞানমনস্কতায়, দক্ষতায় স্মার্ট করে গড়ে তুলতে হবে।

নটেরডেম কলেজ দেশের শিক্ষা বিস্তারে একটি মাইল ফলক জানিয়ে ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে দেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন।