• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

রাজশাহীর জনসভায় ৫-৭ লাখ মানুষ হবে: খায়রুজ্জামান লিটন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুষ অংশ নেবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে রাজশাহী নগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র লিটন।

রোববার বিকেলে মাদ্রাসা মাঠের জনসভায় ২৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ১৪ বছরে রাজশাহীতে যেসব উন্নয়ন হয়েছে তা তুলে ধরবেন। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন চাইবেন শেখ হাসিনা।

শনিবার বিকেলে জনসভাস্থল পরিদর্শনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এটি।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, রোববার রাজশাহীতে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করার আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে রাজশাহীর সার্বিক উন্নয়নে সরকার যা করেছে তার সূত্র ধরে আগামীকালের জনসভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সমর্থন চাইবেন, মানুষের মতামত নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে, দুপুরে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশে লোকসমাগমের বিষয়ে ধারণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচ থেকে সাত লাখ মানুষ এই জনসভায় অংশ নেবেন বলে আমরা আশা করছি।