• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর জনসভা আজ, রাজশাহীতে সাজ সাজ রব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নতুন রূপে সাজানো হয়েছে রাজশাহী।
আজ রোববার রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা অনুষ্ঠিত হবে। বক্তব্য দেবেন নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহী সেজেছে বর্ণিল রূপে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নতুন রূপে সাজানো হয়েছে রাজশাহী। নগরজুড়ে উৎসবের আমেজ। দলীয় প্রধানকে বরণ করতে প্রস্তুত রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৫ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী। দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় উন্নয়নের বার্তা দেয়ার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। উদ্বোধন করবেন ৩২টি উন্নয়ন প্রকল্প।

জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় বঙ্গবন্ধু-কন্যার বক্তব্য পৌঁছে দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সভাস্থলের তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে এলইডি স্ক্রিন ও মাইক।

আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শুধু রাজশাহী নয়, বিভিন্ন জেলা থেকেও মাদ্রাসা মাঠে জড়ো হবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সমাগম হবে প্রায় ৭ লাখ মানুষের। সবার অংশগ্রহণ ও ফিরে যাওয়া নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহীর সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে শেখ হাসিনার উত্তরবঙ্গ সফর।