• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ভয়ভীতি দেখিয়ে ট্রাক-কাভার্ডভ্যানে চাঁদাবাজি, গ্রেফতার ১৬

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩  

রাজধানীতে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও তার সহযোগীদের নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চলতো চাঁদা আদায়। যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতয়ালীসহ এর আশপাশের এলাকা থেকে এমন ১৬ চাঁদাবাজকে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ৬টি রিসিট বই, ১৭টি মোবাইল ফোন ও আদায়কৃত চাঁদার নগদ ১২ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জসিম (৪১), মো. সোহেল (২৭), মো. মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), মো. রাকিব (২২), মো. মানিক (৩০), মো. মিঠু (২৪), মো. রুবেল (২২), মো. শুভ (২৫), শাহিন হোসেন (২৫), মো. ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), মো. দুলাল (৪৮) নজরুল ইসলাম (২১)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় ১০ জনকে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে কোতয়ালী থানার আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াইজঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৬ চাঁদাবাজকে।

তিনি আরও জানান, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।