• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সিংগাইর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণীর) ঘোষণা করার লক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম সিংগাইর উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। বক্তব্যে তিনি আরো বলেন , যাকাত দেয়া যেমন ফরজ, নেয়াও তেমন ফরজ। তবে যে পাওয়ার যোগ্য তার জন্য খাওয়া ফরয। যেহেতু আমাদের এ এলাকাটি নদী ভাঙ্গন প্রবণ এলাকা। তাই ভাঙ্গনের কবলে কেউ গৃহহীন হলে তাকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সানোয়ারুল হক , উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান (ভিপি শহিদ), যুগ্ন সাধারন সম্পাদক মো সায়েদুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.জালাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, জামশা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজামান, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ ,উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত, এ উপজেলার ৯টি ইউনিয়নে ৪ ধাপে ৪০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়া হয়।