• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মানিকগঞ্জের চরে বেড়েছে বাদাম চাষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২৩  

মানিকগঞ্জের অনাবাদি চরে  চিনা বাদাম চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় চিনা বাদাম চাষে ঝুঁকেছেন তারা। চলতি মৌসুমেও জমি তৈরি ও বীজ বপনের কাজে ব্যস্ত বাদাম চাষীরা। ফলন ভালো পাবার প্রত্যাশা করছে তারা। 

মানিকগঞ্জের হরিরামপুর,শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনার বুকে জেগে উঠেছে অনেক চর। সেইসব চরের বেলে-দোআঁশ মাটিতে চিনা বাদাম চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে চিনাবাদামের আবাদ। এখন জমি তৈরি ও বাদামের বীজ বপনে কৃষকদের ব্যস্ততা। 

প্রতি বিঘা জমিতে বাদাম চাষে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে বাদাম বিক্রি করে বিশ হাজার টাকা লাভ হয় প্রতি বিঘায়। তাই বাদাম চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। এবছর মানিকগঞ্জ জেলায় চার হাজার আটশ’ হেক্টর জমিতে চিনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় ফলন ভালো হবে বলে আশা তাদের।