• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

অভিযানের আঁচ পেয়ে পালালেন অবৈধ ইটভাটার মালিকরা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

সাভারের আমিনবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে আসার খবর পেয়ে পালিয়ে গেছে একটি অবৈধ ইটভাটার দুই মালিক। পরে হাইকোর্টের নির্দেশে সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আমিনবাজার ইউনিয়নের সালেহপুর দেওয়ানবাড়ি এলাকায় সাঈদ ব্রিকস নামের অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আখতার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আখতার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে বায়ু দূষণ করে আবু সাঈদ ব্রিকসের মালিক আবু সাঈদ ও জাহিদ ইট পুড়িয়ে বাজার জাত করে আসছিলেন। পরে বিকেলে ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করতে গেলে মালিকরা পালিয়ে যান।

 এ সময় ভেকু দিয়ে পুরো ইট ভাটা ভেঙে দেওয়া হয়। ইট ভাটা ভাঙার পাশাপাশি সেখানে প্রস্তুত করে রাখা কাঁচা ইটও ভেঙে ফেলা হয়। সাভারে সকল অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।