• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

২৮ দিনের শিশুকে হাসপাতালে রেখে বাবা-মা উধাও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

জামালপুর জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে ফেলে চলে গেছেন তার মা-বাবা। এখন শিশুটি রয়েছে হাসপাতালটির শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে। অন্য এক মায়ের দুধ পন করছে সে। এ বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা চলছে পুরো জেলাজুড়ে।

বুধবার রাতে শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে বাবা-মা উধাও হয়ে যায়। ভর্তিরত অন্য রোগীদের ধারণা, চিকিৎসার খরচ হাতে না থাকায় হয়তো ওই দম্পতি শিশুটিকে ফেলে পালিয়ে গেছে। পরে হাসপাতালের কর্মরতরা শিশুটির দেখভাল করলেও হদিস পাওয়া যাচ্ছে না তার মা-বাবার। এদিকে চিকিৎসায় শারীরিক উন্নতির পর অভিভাবক না থাকায় শিশুটিকে ছাড়পত্র দিতে পারছেন না চিকিৎসকরা।

গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭নং ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাসকষ্টের সমস্যা ছিলো ২৬ দিন বয়সী নিশির। তাদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের কয়রা এলাকায়।

শিশুটির বাবা-মার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তারা বর্তমানে নিজেদের বাড়িতে অবস্থান করছেন না বলে জানা গেছে। জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, বাচ্চাটির শুরুতে শ্বাসকষ্টসহ কিছু সমস্যা ছিলো। বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে বলে জানান তিনি।