• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বাংলাদেশ-কাতার মানবাধিকার সমঝোতা স্মারক সই আগামী মে মাসে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী মে মাসে মানবাধিকার সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ ও কাতার। কাতারের মানবাধিকার কমিটি এবং বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন এই সমঝোতা স্মারক সই করবে।

বুধবার (১৫ মার্চ) কমিশনের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল অ্যালায়েন্স অন ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) বার্ষিক সাধারণ সভা চলছে। এতে যোগ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।

এ সময় কামাল উদ্দিন আহমেদ জিএএনএইচআরআই চেয়ারপারসন এবং কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মারিয়ম আল আতিয়াহ’র সঙ্গে আলোচনা করেন। তারা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

আলোচনাকালে মারিয়ম আগামী মে মাসে বাংলাদেশে আসার কথা জানান। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তারা দুই দেশের জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে একমত হন।

প্রতিবছর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ বছরের বার্ষিক সভায় জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫তম বর্ষপূর্তি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও প্যারিস নীতিমালার ৩০ বছর পূর্তিতে মানবাধিকার সংরক্ষণে জাতীয় মানবাধিকার সংস্থাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।