• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আরাভ খানকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফেরাতে সব চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (১৮ মার্চ) দুপুরে তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজন হলে এ বিষয়ে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম এখন দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। সেখানকার ‘আরাভ জুয়েলার্সের’ মালিক তিনি। মাত্র ৫ বছরে সম্পদের পাহাড় গড়েছেন আরাভ।

সম্প্রতি মামুন হত্যাকাণ্ড নিয়ে আরাভ খানের সাথে এক ব্যক্তির মোবাইল কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে এক সাবেক পুলিশ কর্মকর্তাসহ ৩ জনের নাম উঠে আসে।

কয়েকদিন আগে দুবাইতে আরাভের জুয়েলারি দোকান উদ্বোধনে যান ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলমসহ অনেকে। সেসময়ই বেরিয়ে আসে আরাভ খানের নানা অপকর্মের খবর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন আরাভ।

আরাভকে দেশে ফেরাতে প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে। ইতোমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা অনেক কিছুই শুনেছি-জেনেছি। যেসব তথ্য আমাদের কাছে এসেছে, তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি করেন।