• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

নবাবগঞ্জে আ. লীগ নেতা এজাজ আহমেদ পান্না আর নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩  

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এজাজ আহমেদ পান্না (৫৮) আর নেই। 

 
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১৮ মার্চ) নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এজাজ আহমেদ পান্নার বড় ভাই মোস্তাক আহমেদ বাবুল মাস্টার জানান, দুপুরে হঠাৎ পান্নার বুকে ব্যথা অনুভব হলে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যায় সে।
 
বাদ মাগরিব বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে বড় রাজপাড়া সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।  

তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমবেদনা জানায়।