• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সিঙ্গাইরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

মানিকগঞ্জের সিঙ্গাইরে মোস্তফা দেলোয়ারা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার ফোর্ডনগর এলাকায় প্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার প্রায় তিন হাজার মানুষকে ভুরিভোজ করান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোস্তফা মিয়ার জৈষ্ঠ্য ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম।

বিকাল সাড়ে ৩টার দিকে কোরআন তেলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান।

এসময় মোস্তফা দেলোয়ারা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোস্তফা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি, সানন্ধা জুয়েলার্সের পরিচালক ধনঞ্জয় সাহা, জুয়েলার্স ব্যবসায়ী নীলী কৃষ্ণ, ম্যাক্স ফাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসাইন, পরিচালক আনিসুর রহমান, ব্যাবসায়ী আব্দুর রশিদ, আখেরুল্লাহ বাহার, ধল্লা আজিমুদ্দিন স্মৃতি সংসদের সভাপতি গোলাম গাউছ মিয়া. ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার সীমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার প্রায় তিন হাজার মানুষকে ভুরিভোজ করান মোস্তফা দেলোয়ারা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতার জৈষ্ঠ্য ছেলে ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম।