• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

মানিকগঞ্জের সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার চন্দ্রা এলাকার সাগর আহম্মেদ, একই জেলার গাছা এলাকার শামীম গাজী ও পূবাইল এলাকার সাব্বির হোসেন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে। বাসে যাত্রীদের পাশে বসে তারা বিভিন্নভাবে চেতনানাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ফাঁদে পড়ে কেউ তাদের দেওয়া কিছু খেলেই অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব নিয়ে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার উপ-পরিদর্শক মাসুদ রানা শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেলের সামনে থেকে ১১টি পোটলায় কালো রংয়ের হালুয়া সাদৃশ চেতনানাশক ওষুধসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার সাগর আহম্মেদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। তিনি জামিনে বের হয়ে পুনরায় একইকাজে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।