• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাভারে মোটরসাইকেল চুরি : প্রায় ২ মাসেও উদ্ধার হয়নি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মে ২০২৩  

সাভার পৌর এলাকার ফ্ল্যাটবাড়ির গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক সাভার মডেল থানায় প্রথম একটি সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে লিখিত অভিযোগ ও নিয়মিত মামলার জন্য একটি এজাহার দাখিল করেছেন। ঘটনার এক মাস ২২ দিন পার হলেও এ পর্যন্ত উদ্ধার হয়নি মোটরসাইকেলটি। গত ১০ মার্চ দিনদুপুরে মোটরসাইকেলটি চুরি হয়।

সাধারণ ডায়েরি ও থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চাপাইন রোডসংলগ্ন নাহার প্যালেস (হোল্ডিং নম্বর ৬০/৫৮), ডগরমোড়ার বহুতল ফ্ল্যাটবাড়ির গ্যারেজ থেকে সিকিউরিটি গার্ড থাকাবস্থায় একটি অনটেস্ট সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল চুরি হয়। লাল রঙের সিসি-১৫৫ মোটরসাইকেলটির দাম দুই লাখ ৯৫ হাজার টাকা।

ঘটনার দিনই মোটরসাইকেল মালিক আলমগীর হোসেন প্রথমে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১২ এপ্রিল তিনি লিখিত অভিযোগ ও ২৬ এপ্রিল নিয়মিত মামলা রুজু করার জন্য একটি এজাহার জমা দেন।

লিখিত অভিযোগ ও এজাহারে তিনি সিকিউরিটি গার্ড জমিস উদ্দিনকে (৫০) বিবাদি করেন। তাতে সিকিউরিটি গার্ড জসিম উদ্দিনের সহযোগিতায় অজ্ঞাতনামা দু-তিনজন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে বলে উল্লেখ করা হয়। এ দিকে এ ঘটনার পর ফ্ল্যাটের গার্ডকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

মোটরসাইকেল মালিক আলমগীর হোসেন জানান, এ ঘটনার পর যখন সিকিউরিটি গার্ডকে চাকরিচ্যুত করা হয়স তখন আমার সন্দেহ আরো বেড়ে যায়। সাভার মডেল থানা ও সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাসেল মিয়া জানান, মোটরসাইকেলটি চুরি হওয়ার পর তিনি সিকিউরিটি গার্ডকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাচাই করেছেন। মোটরসাইকেলটি উদ্ধারে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।