• ||

  • ||

সাত বছরের সাজা এড়াতে আত্মগোপনে ১৭ বছর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ মে ২০২৩  

চট্টগ্রামে ডাকাতি প্রস্তুতি মামলায় সাত বছরের সাজা এড়াতে ১৭ বছর আত্মগোপনে থাকা আবদুল হালিম লিটন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

গ্রেফতার আবদুল হালিম লিটন নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। সোমবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। এর আগে রোববার (৭ মে) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব জানায়, ২০০৫ সালের ১ জুন পাহাড়তলী এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় পুলিশ গ্রেফতারের চেষ্টা করলে আবদুল হালিম লিটন পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই ডাকাতির প্রস্তুতি মামলা দেয় পুলিশ। মামলার পর থেকে লিটন পলাতক থাকেন। পরবর্তীতে তার অনুপস্থিতি সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত।

র্যাব আরও জানায়, আবদুল হালিম লিটন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৭ বছর ধরে কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে ট্রাকচালকের ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদ ও ছায়া তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।