• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

মানিকগঞ্জে শিক্ষার্থী হত্যায় ট্রাকচালকের শাস্তি দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

মানিকগঞ্জে ট্রাকচাপায় ৮ বছরের শিশু শিক্ষার্থী রবিউল ইসলাম নিহতের ঘটনায় ট্রাকচালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসী স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। নিহত রবিউল ইসলাম এই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

এসময় বক্তব্যে দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী মাসুদুর রহমান, শিক্ষক দীপা মন্ডলসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। বক্তারা ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যেন সেটা দেখে অন্য চালকরা সাবধানে গাড়ি চালায়।

উল্লেখ্য, গত ১৩ মে শহরের নাগবাড়ি এলাকায় রবিউল ইসলাম তার বাড়ির সামনে বিকেলে সাইকেল চালাচ্ছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। চালক ট্রাক নিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।