• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রাজধানীতে লাজ ফার্মাকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

রাজধানীর পশ্চিম পান্থপথের লেক সার্কাস কলাবাগান এলাকায় অনুমোদনহীন শ্যাম্পু, সাবান ও স্কিন ক্রিম বিক্রির দায়ে মেসার্স লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. রেজানুর রহমান সরকার, ডিএমআই (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন।

লাজ ফার্মার কর্মকর্তা (পরিদর্শক) মেহেদী হাসান বলেন, ‘কিছু কসমেটিকসে বিএসটিআইয়ের সিল ছিল না। এ ধরনের কাজ ভবিষ্যতে যেন না করেন, সে জন্য ওই শাখার ব্যবস্থাপককে সতর্ক করা হয়েছে।’