• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সাভারে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ, ৭ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০২৩  

ঢাকার সাভারের ছায়াবীথি এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সাত লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ছায়াবীথি এলাকায় অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক। এ সময় দুই বাড়ির মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিটি অবৈধ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামছুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজ সাভারে আসি। ছায়াবীথি এলাকায় রাজউকের নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করছিলেন ইঞ্জিনিয়ার সামসুল হক, গোলাম মাওলা ও আব্দুর রহমান। পরে আজ অভিযান পরিচালনা করে ইঞ্জিনিয়ার সামসুল হকের নির্মানাধীন বাড়ির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

এছাড়া গোলাম মাওলার নির্মানাধীন বাড়ির অবৈধ অংশ ভেঙে ৫ লাখ টাকা ও আব্দুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন-রাজউক জোন ২ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ এহসানুল ইমাম, পরিদর্শক শেখ ইমারত ও আতিফ হোসেন ইমনসহ আরও কর্মকর্তা৷