• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জের পদ্মাপাড়ে ভাঙন আতঙ্ক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

মানিকগঞ্জে অসময়ে নদী ভাঙন আতঙ্কে পদ্মা নদী পাড়ের মানুষ। ধসে পড়েছে বাঁধের অংশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েই দায় শেষ পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয়দের অভিযোগ, নতুন করে শুষ্ক মৌসুমের চলমান কাজও নিম্নমানের

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নে দেখা দিয়েছে অসময়ের নদী ভাঙন। ওই দুইটি ইউনিয়নে গত বছর তীব্র ভাঙন দেখা দিলে কয়েকটি স্থানে জিও ব্যাগ দিয়ে পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী কাজ করলেও তা ধসে পড়েছে। এতে আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। তবে এ বছর শুষ্ক মৌসুমেও রামকৃঞ্চপুর ও গোপীনাথপুর ইউনিয়নের পদ্মার বাম তীরের ৪ কি. মি. এলাকায় জিও ব্যাগ দিয়ে ভাঙন রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজও নিম্নমানের দাবি স্থানীয় নদী পাড়ের বাসিন্দাদের।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শাহিনের রহমান জানান, নিয়মনীতির দিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ভাঙন বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া ২০২২-২৩ অর্থ বছরের শুষ্ক মৌসুমে দুইটি প্যাকেজে ৭২ কোটি টাকার কাজের ৭৫ ভাগ শেষ হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, মানিকগঞ্জের পদ্মা-যমুনার ১৬টি স্থান অতি ভাঙন ঝুঁকিতে রয়েছে।