• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

মানিকগঞ্জে ৭ স্বর্ণের বারসহ চোরাকারবারি মাহবুব গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩  

মানিকগঞ্জ জেলার স্বর্ণ চোরাকারবারি মাহবুবকে ৭টি স্বর্ণের বারসহ আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে গ্রেফতার চোরাকারবারি মাহবুব। 

শনিবার (১৯ আগস্ট) সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে গ্রেফতার চোরাকারবারি মাহবুব। শনিবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে সদর থানা পুলিশের একটি  বিশেষ দল তাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় ১০ দিন ধরে অবস্থান নেয়।

তিনি আরও জানান, শনিবার সকালে মাহবুবকে আটক করা হয়। পরে থানায় নিয়ে প্রকাশ্যে তার দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে লুকিয়ে রাখা সাতটি স্বর্ণের বার পাওয়া যায়। সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা। মাহবুবর রহমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া সাতটি স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানা ওসি মুহিদুল ইসলাম।