• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

যাত্রীবেশে গলায় ছুরি চালিয়ে মোটরসাইকেল ছিনতাই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

মানিকগঞ্জের শিবালয়ে গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীবেশে মোটরসাইকেল ভাড়া নিয়ে এ ঘটনা ঘটান ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মিজানুর রহমানকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাইল মেগাফিড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান জেলার হরিরামপুর উপজেলার সাকুচিয়া গুচ্ছগ্রাম গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তিনি বর্তমানে সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া থাকেন। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।

মিজানুর রহমানের ছোট বোন শাহনাজ আক্তার জানান, মঙ্গলবার রাতে সাভারের নবীনগর এলাকা থেকে দুই যাত্রী পাটুরিয়া ফেরি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে তার ভাইয়ের মোটরসাইকেল ভাড়া নেন। পথে শিবালয় উপজেলার ইছাইল মেগাফিড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে মিজানুরের গলায় তারা ছুরি চালান। এতে মিজানুর পড়ে গেলে তারা ১২৫ সিসির ডিসকভার (কুষ্টিয়া-হ ১৩-২৯৫৪) মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিজানুরকে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার গলার সামনের অংশে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, আহত মিজানুর রহমানের অবস্থা গুরুতর। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।