• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেএনএফ পার পাবে না: বিজিবি মহাপরিচালক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলবে। বান্দরবানের বিভিন্ন সীমান্ত ও কেএনএফের বিরুদ্ধে চলমান অভিযানের এলাকা পরিদর্শন শেষে গতকাল সোমবার বিকেলে রুমা-বিজিবি ৯ ব্যাটালিয়ান সদরদপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজিবিপ্রধান বলেন, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেএনএফ পার পাবে না। তারা যাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে না পারে, সে জন্য সীমান্তের বিওপিগুলো তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্ত্রাস প্রতিরোধে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। 

এ সময় বান্দরবান-৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার মেহেদি হাসান, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম, বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সোহেল আহমেদ, রুমা-৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।