• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

সাভারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

ঢাকার সাভার থেকে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা শিশুটিকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কাতলাপুর মহল্লায় দুই বাড়ির মাঝে পরিত্যক্ত গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানায় ওসি দীপক চন্দ্র সাহা। নিহত নয় বছর বয়সি রাকিবুল ইসলাম রাকিব কুড়িগ্রামের আব্দুর রহিমের ছেলে। সে কাতলাপুর মহল্লার দারুল কোরআন মাদরাসার শিশু বিভাগের ছাত্র ছিল। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শিশুটির বাবা রহিম বলেন, “শনিবার বিকালে আমার রিকশা গ্যারেজ থেকে মাদরাসা যাওয়ার পথে নিখোঁজ হয় রাকিব। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সাভার থানায় সাধারণ ডায়েরি করি।

“সোমবার একটি নাম্বার থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।  টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয় তারা। পরে মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাতলাপুর মহল্লায় গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।” মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন রহিম। ওসি দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।