• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

অব্যাহতি চাইলেন সাভারের চেয়ারম্যান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩  

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছেন সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দেন।  মুহাম্মদ সাইফুল আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অব্যাহতিপত্রে মুহাম্মদ সাইফুল উল্লেখ করেন, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এজন্য তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চান।

অব্যাহতি পত্র জমা দেওয়ার বিষয়ে জানতে মুহাম্মদ সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যানের পদ থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অব্যাহতিপত্র জমা দেবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার প্রশাসক (ডিসি) আনিসুর রহমান। 

পদত্যাগ কবে নাগাদ কার্যকর হবে বা পরবর্তী ধাপের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবারের মধ্যেই পরবর্তী ধাপ সম্পর্কে জানা যাবে বা জানানো জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ সাভার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম। মনোনয়নের চাইবেন বলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।