• রোববার ১৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলহজ্জ ১৪৪৫

ভূমিদস্যুদের জেল-জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে আরিফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও সাজেদুল ইসলাম বাবু নামের আরেকজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২২ মে) দুপুরে সদর উপজেলার পৌলি গজারিয়ার চকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এসময় অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে বান্দুটিয়া এলাকার আরিফ হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং সাজেদুল ইসলাম বাবুকে দশদিনের কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গজারিয়ার চকে মাটি বাণিজ্য করে আসছিল ভূমিখেকো এই চক্রটি। ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে ২০ মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরেই অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, গজারিয়ার চকে অভিযান পরিচালনা করে আরিফ হোসেন নামের একজনকে এক লাখ টাকা জড়িমানা এবং সাজেদুল ইসলাম বাবু নামের আরেকজনকে দশদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।