• রোববার ১৬ জুন ২০২৪ ||

  • আষাঢ় ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলহজ্জ ১৪৪৫

স্কুলবাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

মানিকগঞ্জ সদর উপজেলায় একটি স্কুলবাসের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণের নাম শ্রাবণ হোসেন (২২)। তিনি সিঙ্গাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আবদুল ওহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্রাবণ হোসেন মানিকগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এগারশ্রী এলাকায় একটি স্কুলবাস তাঁর মোটরসাইকেলে চাপ দেয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শ্রাবণকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।