• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নিজের বসতঘরে আগুন দিল যুবক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

গাজীপুরের কাপাসিয়ায় মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সূর্য্যনারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মাদকাসক্ত ওই যুবকের নাম মো. কামরুজ্জামান (২৫)। তিনি ওই গ্রামের মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
কাপাসিয়া থানার এস আই উজ্জ্বল হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত কামরুজ্জামান।

একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে তার চিকিৎসা চললেও সুস্থ হননি। তার মা-বাবার কাছে প্রায়ই টাকা দাবি করতেন। টাকা না দিলে ঘরে ভাঙচুর চালাতেন তিনি। গতকাল বুধবার কামরুজ্জামান তার মা-বাবার কাছে ফের টাকা দাবি করেন।

তার মা-বাবা টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দিলে তিনি বসতঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। বৃহস্পতিবার সকালে কামরুজ্জামানের মা-বাবা ও বোন এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। পরে দুপুর প্রায় একটার দিকে খালি বাড়িতে আগুন দেন কামরুজ্জামান।

প্রতিবেশীরা জানান, আগুনের ঘটনা টের পেয়ে প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মাহফুজুর রহমান  বলেন, ‘আগুনে বসতঘরের আসবাবপত্রসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মাল পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ১০ লক্ষ টাকার মাল আমরা সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি।’

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় কামরুজ্জামানের বাবা মৌখিকভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ দেননি। এরপরও তার (কামরুজ্জামান) খোঁজে পুলিশের একটি দল কাজ করছে।’