• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কৃতী শিক্ষক মীর মোখসেদুল আলম আর নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০২৪  

মানিকগঞ্জের কৃতী শিক্ষক ও খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোখসেদুল আলম আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

 মীর মোখসেদুল আলম বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃত্যুতে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মীর মোখসেদুলের সাবেক কর্মস্থল খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজ প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়। পরে তার নিজ গ্রাম মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

মীর মোখসেদুল বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ও শিশুকিশোর সংগঠন খেলাঘর আসরের জেলা সভাপতি ছিলেন। ছাত্র জীবন তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন, পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মানিজগঞ্জ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া উদীচী শিল্পগোষ্ঠীর জেলা সংগঠনের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। মানিকগঞ্জ শহরের শহিদ রফিস সড়কে ‘বইঘর’ নামে একটি লাইব্রেরি ছিল তার।