• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বিশ্বকাপের দল দিল পাকিস্তান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

ফিটনেস নিয়ে সংশয় এবং ম্যাচ খেলার ঘাটতি থাকার পরও বিশ্বকাপ দলে জায়গা পেলেন হারিস রউফ। এই পেসারকে রেখেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। 

বিশ দলের আসরের সবশেষ দল হিসাবে স্কোয়াড ঘোষণা করল সাবেক চ্যাম্পিয়নরা। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ খেলার সময় কাধে চোট পেয়েছিলেন হারিস রউফ। এই পেসারকে দলে নিয়ে ফিটনেসের শঙ্কাও বাতিল করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি,‘ রউফ পুরোপুরি ফিট। নেটে দারুণ বোলিংও করেছে।’ এবারও পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। এটা তাঁর তৃতীয় বিশ্বকাপ।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান আছে গ্রুপ ‘এ’তে। অন্য দলগুলো হচ্ছে যুক্তরাস্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। আগামী ৬ জুন ডালাসে সহ আয়োজক যুক্তরাস্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাবর আজমের দল। 

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ গামী দলে জায়গা পাননি পেসার হাসান আলী, ব্যাটার আগা সালমান, এবং মোহাম্মদ ইরফান। তবে পনের জনের দলে নাম আছে পেসার মোহাম্মদ আমিরের। আছেন শাহীন শাহ আফ্রিদি এবং আব্বাস আফ্রিদিও। 

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।