• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কবি নজরুলের জন্মবার্ষিকী পালন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কবির স্মৃতিবিজড়িত ও কবি পত্নী প্রমীলার জন্মস্থান মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।  

সকাল ৯টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবি ও কবি পত্নীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, হামদ-নাত, গজল ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক সানজিদা জেসমিন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যপক ড. নিরাঞ্জন অধিকারী, নজরুল গবেষক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ খান, মিয়াজান কবির, মোসলেম উদ্দিন খান মজলিস, শ্যামল কুমার সরকার, কৃষিবিদ রফিকুল ইসলাম, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, মো. হাবিল উদ্দিন এবং সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ।