• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

লিখিত পরীক্ষা বাতিল চান বঞ্চিতরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০২৪  

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিত ও হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন পরীক্ষাবঞ্চিত প্রার্থীরা। শুক্রবার দুপুরে লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ৪০-৪৫ জন পরীক্ষাবঞ্চিত প্রার্থী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তিনটি ও হিসাব সহকারী পদে একটি শূন্যপদে শুক্রবার সকাল ১০টায় শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষার কেন্দ্র ছিল। তবে যাতায়াতে সমস্যার কারণে অভিযোগকারী পরীক্ষার্থীরা সকাল ৯টা ৪০ মিনিটে পরীক্ষার কেন্দ্রে পৌঁছান। কিন্তু কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা তাদের কেন্দ্রে ঢুকতে দেননি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য অনুরোধ করলে পরীক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা। 

এরপর পরীক্ষার্থীরা ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) শুক্লা সরকারের কাছে। তার কাছে গিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি জেলার ৪০-৪৫ জন মেধাবী পরীক্ষার্থী।
তবে এ বিষয়ে জানতে ফোনে জেলা প্রশাসক রেহেনা আকতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।