• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সোফিয়া যেখানে প্রথম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০২৪  

ভারতের ওডিশা রাজ্য থেকে প্রথম মুসলিম নারী বিধায়ক নির্বাচিত হয়েছেন সোফিয়া ফিরদৌস। ভারতের পূর্বাঞ্চলের এ রাজ্যের বারাবাতি-কটক আসনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজেপির প্রার্থী চন্দ্র মহাপাত্রকে ৮ হাজার ১ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোফিয়া রাজনৈতিক পরিবারের কন্যা। তার বাবা মহম্মদ মকিম কংগ্রেসের প্রবীণ নেতা। ২০২৪ সালের ওডিশা বিধানসভা নির্বাচনে মকিমের স্থানে ফিরদৌসকে মনোনয়ন দেয় কংগ্রেস। আর সুযোগ পেয়ে প্রথমবারেই ইতিহাসের অংশ হলেন ৩২ বছর বয়সী এই তরুণী। কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন সোফিয়া।

এর আগে ২০২৩ সালে কনফেডারেশন্স অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ক্রেডাই) ভুবনেশ্বর চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হন সোফিয়া। ক্রেডাইয়ের নারী শাখার ইস্ট জোনের কোর্ডিনেটর হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের (সিআইআই) ভুবনেশ্বর চ্যাপ্টারের কো-চেয়ার এবং আইএনডব্লিউইসি’র কোর মেম্বার ছিলেন সোফিয়া। বিশিষ্ট শিল্পপতি শেখ মিরাজ উল হককে বিয়ে করেছেন তিনি।